মোবাইল থেকে পিসিতে ফাইল ট্রান্সফার এর শর্ট টেকনিক
আমাদের আজকের জেনারেশন এ আমরা অধিকাংশয় ভিভিন্ন ডিভাইস এর সাথে ওতপ্রোত ভাবে জড়িত। এই জেনারেশন এ এসে আমরা মোবাইল ফোন ও কম্পিউটার সম্পর্কে কমবেশি জানি! আর আমরা যারা আমাদের দৈনন্দিন কাজে মোবাইল ফোন ও কম্পিউটারের ব্যবহার করে থাকি তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ! আমরা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বা অফিশিয়াল কাজ সাধারণত পিসিতে করে থাকি। আর আমরা আমাদের বেশিরভাগ সময় স্মার্টফোন এ দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল বা তথ্য সহজে কারি করা বা যেকোনো সময় যাচাই-বাছাই করার জন্য একটা শর্টকাট সিস্টেমের প্রয়োজন বোধ করি। সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোন হতে পারে অনেক কার্যকর একটি পদ্ধতি। আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফাইল বা তথ্য মোবাইল ফোন এও রাখতে পারি এবং খুব সহজে তা যাচাই-বাছাই ও ক্যারি করতে পারি। মোবাইল থেকে পিসিতে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে কিছু শর্টকাট টেকনিক রয়েছে।
পিসি থেকে মোবাইলে ফাইল ট্রান্সফারের জন্য যে তিনটি কার্যকর পদ্ধতি রয়েছে তা হলো: ১. USB ক্যাবলের মাধ্যমে ফাইল ট্রান্সফার। ২. FTP সার্ভার এর মাধ্যমে ফাইল ট্রান্সফার। ৩. বিভিন্ন ধরনের অ্যাপস এর মাধ্যমে ফাইল ট্রান্সফার। এই তিনটি পদ্ধতি নিয়ে বিস্তারিত বলা হলো।
USB ক্যাবলের মাধ্যমে ফাইল ট্রান্সফার
USB ক্যাবলের মাধ্যমে আমরা খুব সহজে এবং কম সময়ে মোবাইল থেকে পিসিতে ( Mobile phone to PC) ফাইল ট্রান্সফার করতে পারি। এর জন্য আমাদের প্রথমে একটি USB কেবল প্রয়োজন হবে। এটা কোন চিন্তার বিষয় নয়। আমরা আমাদের বাসা বাড়িতে নিশ্চয়ই মোবাইল ফোন চার্জের জন্য বিভিন্ন ধরনের চার্জার ব্যবহার করে থাকি। আর এই চার্জারে পেছনের তারটি হল USB ক্যাবল।
আপনার ফোন যদি Type-C চার্জার সাপোর্টেড হয় তাহলে Type-C ক্যাবল ব্যবহার করবেন আর যদি Type-B হয় তো Type-B ক্যাবল ব্যবহার করবেন। মোবাইল থেকে পিসিতে ( Mobile phone to PC) ফাইল ট্রান্সফারের জন্য ক্যাবলটি মোবাইল ও পিসির সাথে সংযোগ করে নেবেন। সংযোগ করার সাথে সাথে মোবাইলে একটি ট্রান্সফারিং (transfer file) বার শো হবে অথবা আপনি চাইলে মোবাইলের উপর থেকে নিচে স্ক্রল করে সেটিং প্যানেলের নিচে একটি ইউএসবি নোটিফিকেশন দেখতে পাবেন। এবার এই অপশনটি থেকে ফাইল ট্রান্সফার অপশনটি সিলেক্ট করুন।
FTP সার্ভারের মাধ্যমে ফাইল ট্রান্সফার
FTP সার্ভারের মাধ্যমে মোবাইল থেকে পিসিতে ফাইল ট্রান্সফার (transfer file) করা খুবই সহজ একটি পদ্ধতি। এর জন্য আপনাকে আপনার মোবাইল ফোন ও পিসিকে একই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করতে হবে। এরপর আপনাকে পিসি থেকে মাই কম্পিউটার বা দিসপিসি তে যেতে হবে। মাই কম্পিউটার বা দিসপিসি তে যাওয়ার পর যেকোনো একটি ফাঁকা জায়গায় মাউস কার্জর রেখে মাউস এর ডান বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি 'Add a network location' অপশন টি দেখতে পাবেন। এখানে ক্লিক করার পর আবার নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর দেখাবে যে, Where do u want to create this network' অর্থাৎ আপনি কোন নেটওয়ার্ক লোকেশনে এটি তৈরি করতে বা কানেক্ট করতে চাচ্ছেন। এখান থেকে আপনাকে 'choose a custom network location' এ ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার কাছে internet or network address চেয়ে একটি বক্স শো হবে।
এই এড্রেসটি আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার এ গিয়ে তৈরি করতে পারবেন। অথবা আপনি প্লে স্টোর থেকে মিক্স ফাইল ম্যানেজার ডাউনলোড করে নিন। এই ফাইল ম্যানেজার এ গিয়ে আপনাকে উপরে ডান দিকে থ্রি ডট আইকনে ক্লিক করে সার্ভারস অপশনে গিয়ে এফটিপি সার্ভার এ ক্লিক করে ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করা হয়ে গেলে ওই লিঙ্কটি পিসিতে internet aur network address box এ পেস্ট করে নেক্সট আইকনে ক্লিক করলে দিস পিসি বা মাই কম্পিউটার এ একটি ফোল্ডার জেনারেট হয়ে যাবে যা আপনার ফোনের সমস্ত ফোল্ডার বা ফাইল দেখাবে। এখান থেকে আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারেন।
বিভিন্ন ধরনের অ্যাপস এর মাধ্যমে ফাইল ট্রান্সফার
মোবাইল থেকে পিসিতে ( Mobile phone to PC) ফাইল ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে যেমন: Xender, Feem, AirDroid ইত্যাদি। এরমধ্যে AirDroid হচ্ছে সেরা একটি অ্যাপ। AirDroid দিয়ে আপনি ফোনকে Controlling, File Transfer, Cast ইত্যাদি করতে পারবেন। AirDroid দিয়ে মোবাইল থেকে পিসিতে ফাইল ট্রান্সফারের (transfer file) জন্য আপনাকে প্রথমে পিসিতে ও মোবাইলে এই অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। মোবাইলে এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আর পিসিতে গুগলে গিয়ে সার্চ করলে পিসি ভার্সন পেয়ে যাবেন। উভয় জায়গায় ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করে সব পারমিশন দিয়ে নেবেন। আর ফোনের অ্যাপসে সেটিংসে গিয়ে কিছু নেসেসারি পারমিশন দিয়ে নেবেন।
আমি এগুলো ছবিতে দেখিয়ে দিচ্ছি। পিসি থেকে মোবাইলে বা মোবাইল থেকে পিসিতে এই অ্যাপসের মাধ্যমে ফাইল ট্রান্সফার ও যাবতীয় কাজ অ্যাপস এর অপশন সেকশন থেকে দেখতে পাবেন। ছবিতে এর বিস্তারিত দিয়ে দেওয়া হচ্ছে। আপনি চাইলে এই অ্যাপস এর মাধ্যমে পিসি থেকে মোবাইলকে কন্ট্রোল করতে পারবেন। এভাবে আপনি এই অ্যাপসের মাধ্যমে মোবাইল থেকে পিসিতে ফাইল ট্রান্সফার করতে পারবেন।











ইনকাম মিক্স টেক এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url